এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

এইএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার পূর্বেই প্রি-রেজিস্ট্রেশন করে রাখা যায়। এতে করে রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিক্ষার্থীরা এইচএসসি রেজাল্ট জানতে পারবেন।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪, এইচএসসি রেজাল্ট দেখার যতরকম উপায় রয়েছে তার সবকিছু নিম্নে দেয়া হল তাই মনোযোগ সহকারে পড়ুন।

এইচএসসি রেজাল্ট দেখার জন্য প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম

এইএসসি রেজাল্ট প্রকাশের দিন সকালে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ যেদিন ফল প্রকাশ হবে সেদিন ফল প্রকাশের পূর্বে প্রি- রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশন এর ফলে সবার আগে রেজাল্ট দেখার সুযোগ রয়েছে।

তবে এই সুবিধা শুধুমাত্র টেলিটক সিম ইউজারদের জন্য। অর্থাৎ টেলিটক সিম ব্যবহারকারীরা এই সুবিধা পাবে। টেলিটক সিম ব্যতিত অন্য কোনো সিম দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে না। এইএসসি রেজাল্ট প্রি-রেজিস্ট্রেশন এর নিয়ম এসএমএস এ রেজাল্ট দেখার মত। তাই যেভাবে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যায় সেভাবে ফল প্রকাশের পূর্বে এসএমএস দিতে হবে। নিম্নে এইএসসি রেজাল্ট প্রি- রেজিস্ট্রেশন করার নিয়ম দেয়া হল

যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন HSC বা Alim অর্থাৎ মাদ্রাসা ছাড়া অন্যান্য সকল বোর্ড এ HSC লিখতে হবে।

একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এখেত্রে পরিক্ষার্থীরা যে যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছে তারা তাদের নির্দিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর দিবেন।

এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর টি লিখুন।

আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার রোল নম্বর টি লিখুন।

এবার মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ৩ ভাবে দেখা যায় এডুকেশন বোর্ড রেজাল্ট, ওয়েব বেইজড এডুকেশন বোর্ড এবং নিজ নিজ শিক্ষা বোর্ড

এইচএসসি রেজাল্ট দেখার ১ম পদ্ধতি

এই সাইট থেকে এইচএসসি, আলিম, কারিগরি (ভোকেশনাল) রেজাল্ট দেখা যায়। তবে এই সাইটে শুধুমাত্র গ্রেডশিট আকারে রেজাল্ট দেখা যায়। রেজাল্ট দেখার লিংক ও নিয়ম নিচে দেয়া হল

নিয়ম

http://www.educationboardresults.gov.bd/

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

প্রথমে উপরে দেওয়া ওয়েবসাইটের লিংকে ক্লিক করার পর উপরের বক্সে/অপশনে ক্লিক করে HSC/ALIM/HSC(Vocational)/HSC(BM) সিলেক্ট করুন।

এরপর নিম্নের বক্সে রোল নম্বর দিন এবং পরের বক্সে রেজিস্ট্রেশন নম্বর দিন।

এরপরের অপশনে যোগফল বসান (বক্সের পাশে যে যোগ অংক দেয়া থাকবে তার সমষ্টি বসাবেন)

সর্বশেষে নিচে দেওয়া সাবমিট এ ক্লিক করুন।ব্যস তথ্য সঠিক হলে আপনার ফলাফল দেখাবে।

এইচএসসি রেজাল্ট দেখার ২য় পদ্ধতি

অনলাইনে রেজাল্ট দেখার দ্বিতীয় সাইট হচ্ছে ওয়েব বেইজড রেজাল্ট। এই সাইট থেকে মার্কশীট সহ HSC ও সমমান পরীক্ষার ফলাফল দেখা যায়।

প্রথমে আপনাকে বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে।

https://eboardresults.com/bn/ebr.app/home/

এরপর সেখানে আপনি এইচএসসি বা আলিম নির্বাচন করুন।

এখন পরীক্ষার বছর অর্থাৎ ২০২৪ নির্বাচন করুন।

এরপর আপনার শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।

এরপর আপনার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন।

সর্বশেষ ক্যাপচা কোড পূরণ করুন।

এরপর সাবমিট বাটনে ক্লিক করুন ।

পরবর্তী পেজে আপনাকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখানো হবে।

এইচএসসি রেজাল্ট দেখার ৩য় পদ্ধতি

এইচএসসি রেজাল্ট দেখার ৩য় নিয়ম হচ্ছে নিজ নিজ শিক্ষা বোর্ড।এই পদ্ধতিতে মার্কশীট এবং পয়েন্ট সহ ফলাফল জানা যাবে।তবে শুধুমাত্র চট্টগ্রাম,ময়মনসিংহ,যশোর,বরিশাল,কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন।

কিন্তু রাজশাহী,সিলেট,দিনাজপুর,ঢাকা ও কারিগরি বোর্ড থেকে আলাদাভাবে দেখার সিস্টেম নাই তাই ৩য় পদ্ধতিতে ঐসব বোর্ডের রেজাল্ট বোর্ড ভিত্তিক দেখতে পারবেন না।

আরও পড়ুন :- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মাবলী (সকল বোর্ড)

মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে রেজাল্ট দেখার জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে।

মেসেজ অপশনে গিয়ে লিখুন HSC বা Alim অর্থাৎ মাদ্রাসা ছাড়া অন্যান্য সকল বোর্ড এ HSC লিখতে হবে।

একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে।এখেত্রে পরিক্ষার্থী রা যে যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছে তারা তাদের নির্দিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর দিবেন।

এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর টি লিখুন।আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার রোল নম্বর টি লিখুন।

এবার মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ব্যস নেটওয়ার্ক ঠিক থাকলে খুব দ্রুত আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।

উদাহরণ

এইচএসসিHSC DHK 123456 2023
ALIM MAD 123456 2023
HSC Tec 123456 2023
পাঠাতে হবে১৬২২২ নম্বরে
চার্জ ফি২.৬৭ টাকা (প্রতি মেসেজে)

সকল বোর্ডের শর্ট কোড

বোর্ডের নামশর্ট কোড
যশোর
বরিশালBAR
রাজশাহীRAJ
দিনাজপুরDIJ
চট্টগ্রামCHA
ঢাকাDHA
ময়মনসিংহMYM
সিলেটSYL
মাদ্রাসাMAD
কুমিল্লাCOM
কারিগরিTEC

উপসংহার

এই নিবন্ধনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ কিভাবে দেখা যায় তার সকল দিক গুলে তুলে ধরা হল। তার পরেও কারো যদি বুজতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যথা সাদ্ধ চেষ্টা করবো আপনাকে সঠিক তথ্যটি উপস্থাপন করার।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.