এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪

এইচএসসি পরীক্ষার ফল মনমত হয়নি? চিন্তায় পড়ে গেছেন? এ রেজাল্ট দিয়ে কি করবেন? কোনো সমস্যা নেই,আপনারা এখন পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করতে পারবেন। চলুন জেনে নেই এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম।

বোর্ড চ্যালেঞ্জ কি?

এইচএসসি পরীক্ষার ফল বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুণঃনিরীক্ষন হল কোনো উত্তরপত্র বা খাতার সকল মার্কস বা নম্বর পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করা।

বোর্ড চ্যালেঞ্জ করলে কি হবে?

বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুণঃনিরীক্ষনের জন্য আবেদন করলে শুধুমাত্র সকল প্রশ্নে যে মার্কস বা নম্বর দেয়া হয়েছে তা পুনরায় যোগ করা হবে। এছাড়া নতুন করে খাতায় নম্বর দেয়া হবে না।

পরীক্ষার ফল বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমার কোন সুযোগ নেই শুধুমাত্র পুণঃমূল্যায়ন এর মাধ্যমে উত্তরপত্র বা খাতার প্রাপ্ত নম্বর গুলো পুনরায় যোগ করা হবে বা কোনো অংশে নম্বর বাদ পরে গেলে তা দেয়া হবে।

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আসলে কাদের জন্য?

যারা ২০২৪ সালের এইচএসসি ও সমমান (আলিম ও ভোকেশনাল) পরীক্ষায় কোনো বিষয়ে ১-২ মার্কের জন্য A+ পাওনি অথবা কারো কোনো বিষয়ে F আসছে কিন্তু সে কখনো কল্পনা ও করেনি F আসবে অথবা খুব কম পয়েন্টের জন্য GPA 5 মিস গিয়েছে তাদের জন্যই হচ্ছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪

শুধুমাত্র টেলিটক (প্রি-পেইড) সিম দিয়ে এসএমএস এর মাধ্যমে এইচএসসি পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করা যায়। অর্থাৎ টেলিটক সিম ব্যতিত অন্য কোনো সিম দিয়ে পুণঃনিরীক্ষনের জন্য এসএমএস করা যাবে না। নিম্নে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম দেয়া হলঃ

আবেদন করতে যা যা লাগবে

  • একটি টেলিটক সিম
  • একটি সচল মোবাইল ও মোবাইল নম্বর
  • আবেদন ফি

আবেদন করতে যেভাবে এসএমএস করবেন

নিন্মে কিভাবে আবেদন করবেন তার নিয়মাবলী দেয়া হলো।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ১ম ধাপ

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC <স্পেস> নিজ নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস > বিষয় কোড

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যারা দ্বিপত্র বা দুটি পত্র বিশিষ্ট বিষয়ে আবেদন করবে,তাদেরকে শুধু ১ম পত্রের কোড দিতে হবে। ২য় পত্রের কোড দিতে হবে না। এভাবে দ্বিপত্র বা দুটি পত্র বিশিষ্ট ২টি বিষয়ে আবেদন করলেও শুধু উভয় বিষয়ের ১ম পত্রের কোড দিতে হবে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২য় ধাপ

এবার ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে আপনাকে জানিয়ে দেয়া হবে এবং একটি পিন নম্বর দেয়া হবে। আপনি রাজি থাকলে এরপর মেসেজ অপশনে গিয়ে লিখবেন RSC <স্পেস > Yes <স্পেস> পিন নম্বর <স্পেস > আপনার সাথে থাকা যে কোনো অপারেটর এর একটি মোবাইল নম্বর।

আরো পড়ুনঃ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে?

উল্লেখ্য পুণঃনিরীক্ষনের ক্ষেত্রে ১টি বিষয়ের জন্য আবেদন ফি বাবত ৩০০ টাকা কেটে নেওয়া হবে। তবে যে বিষয়গুলো ২টি করে পত্র রয়েছে সেগুলো তেও ৩০০ টাকা কেটে নেওয়া হবে।

এভাবে কেউ যদি আলাদা দু’টি বিষয়ে বা দ্বিপত্র বিশিষ্ট ২টি অথবা ১টি বিষয় ও ১টি দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে আবেদন করে সে ক্ষেত্রে ৬০০ টাকা কেটে নেওয়া হবে।

প্রতি ১টি বিষয়ের জন্য ৩০০ টাকা এবং প্রতি ২টি পত্রের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে শুধু ১ম পত্রের জন্য আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদন ও বিবেচিত হবে।

তবে এবার যেহেতু ICT পরীক্ষা হয় নেই সে ক্ষেত্রে দ্বিপত্র ছাড়া অন্য কোনো বিষয়ে আবেদন করা যাবে না।

যে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে শুধুমাত্র সে সকল বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

সকল বোর্ডের শর্ট কোড

বোর্ডের নামশর্ট কোড
চট্টগ্রামCHI
ঢাকাDHK
কুমিল্লাCOM
রাজশাহীRAJ
ময়মনসিংহMYM
যশোরJES
বরিশালBAR
দিনাজপুরDIJ
সিলেটSYL
মাদ্রাসাMAD
কারিগরিTEC

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ এর উদাহরন

আসুন এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন সংক্ষেপে দেখে নেই

১ম ধাপRSC SYL 257883 101,106
২য় ধাপRSC Yes 12345 017×××××××
পাঠাতে হবে১৬২২২ নম্বরে
চার্জ ফি৩০০ টাকা (প্রতি ১বিষয়/ ২পত্র)
ব্যস! উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুণঃনিরীক্ষণ বা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা

এ বছর পরীক্ষা জুন মাসে শুরু হবার সম্ভাবনা বেশি, তাই এখন আনুমানিক কোনো তারিখ বলা যাচ্ছে নাহ কখন পরীক্ষা শেষ হবে। আমরা একটি নির্দিষ্ট সময় ও তারিখ পেলে এই নিবন্ধনটি আপডেট করে দিবো।

উপসংহার

এই নিবন্ধনের মাধ্যমে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার সকল নিয়ম দেয়া হয়েছে। সাথে সকল বোর্ড এ কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেটি ও তুলে ধরা হয়েছে। তার পরেও কারো যদি বুজতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যথা সাদ্ধ চেষ্টা করবো আপনাকে সঠিক তথ্যটি উপস্থাপন করার।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.