এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মাবলি (সকল বোর্ড)

এসএসসি পরীক্ষার ফল সবার মনমত হয় না। যার কারনে অনেক ছাত্রছাত্রীদের মন খারাপ হয়ে যায়। কোনো সমস্যা নেই, পুণঃনিরীক্ষনের জন্য আবেদন তথা বোর্ড চ্যালেঞ্জ করে পরীক্ষার অর্জিত ফল পরিবর্তন করা সম্ভব। বোর্ড চ্যালেঞ্জ করার সকল নিয়মাবলী সম্পর্কে আমরা এই নিবন্ধনটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তাই পুরো নিবন্ধনটি মনোযোগ সহকারে পড়ুন।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মাবলি ( SSC Board Challenge Process )

পুণঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার আগে আমাদের জানতে হবে বোর্ড চ্যালেঞ্জ আসলে কারা করতে পারবে?

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মাবলি নিম্নে দেয়া হলঃ-

তোমাদের মধ্যে কারও যদি এসএসসি বা সমমান পরীক্ষার কোনো বিষয়ে ১-২ মার্ক এর কারনে A+ ছুটে যায়, অথবা কোনো বিষয়ে F পাও কিন্তু তুমি কখনো কল্পনাও করনি যে ফেল আসবে, তাদের জন্যই মূলত এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা এসএসসি খাতা চ্যালেঞ্জ।

বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কি পুণরায় মূল্যায়ণ করা হবে?

না বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুণরায় মূল্যায়ণ বা মার্কিং করা হবে না। তবে খাতায় যে যে মার্ক দেওয়া হয়েছে সেসব মার্ক পূণরায় যোগ করা হবে। এছাড়া OMR শীটে কোনো ভুল হয়েছে কিনা তা চেক করা হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

শুধুমাত্র টেলিটক (প্রি-পেইড) সিম থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে এসএসসি ফল পুণঃনিরীক্ষনের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যায়।

নিম্নে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম দেখুনঃ

ফলাফল পুণঃনিরীক্ষনের জন্য ১টি বিষয়ের আবেদন ফি বাবত ১২৫ টাকা কেটে নেওয়া হবে। তবে যে সকল বিষয়ে দু’টি পত্র রয়েছে, সে সকল বিষয়ে ২৫০ টাকা কেটে নেওয়া হবে।

যেমন, আমরা জানি বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্র রয়েছে। কিন্তু রেজাল্টের সময় উক্ত দু’টি পত্র মিলিয়ে একটি বিষয় ধরে রেজাল্ট প্রকাশ করা হয়।


এভাবে কেউ যদি আলাদা দু’টি বিষয়ে আবেদন করে সে ক্ষেত্রেও ২৫০ টাকা কেটে নেওয়া হবে।
যে সকল বিষয়ে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে শুধুমাত্র সেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জের আবেদন ২ ধাপে অনুষ্ঠিত হবে।

আবেদন করতে যা যা লাগবে

  • একটি টেলিটক সিম ও মোবাইল
  • আবেদন ফি

আবেদন করতে যেভাবে এসএমএস করবেনঃ

১ম ধাপঃ

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC <স্পেস> নিজ নিজ বোর্ডের নামের ১ম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড

এরপর ম্যাসেজটি ১৬২২২ এই নম্বরে পাঠাতে হবে।

উদাহরণঃ


চট্টগ্রাম বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় ১৬২২২৪ এবং তার বাংলা ১ম পত্রের জন্য আবেদন করতে লিখতে হবে এভাবে

RSC CHI 162224 101

আর যদি সে বাংলা ১ম ও ২য় পত্র অথবা দু’টি ভিন্ন পত্রের জন্য আবেদন করে তাহলে তাকে লিখতে হবে এভাবে

RSC CHI 162224 101, 102

অথবা

RSC CHI 162224 101, 108

এভাবে সে যত ইচ্ছে পত্র বা বিষয়ে একটি কমা ও স্পেস দিয়ে যুক্ত করতে পারবে এবং সব শেষে
১৬২২২ নম্বরে ম্যাসেজটি পাঠাতে হবে।

অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করতে পারবে?

অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের জন্য ও সব নিয়ম একই। অর্থাৎ অন্য যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা একই নিয়মে আবেদন করবে। এক্ষেত্রে যার যার বোর্ডের শর্ট কোড আলাদা থাকবে।


শিক্ষার্থীরা যে যেই জেলার অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছে সেই জেলার প্রথম ৩ অক্ষর দিবে।

যেমন

  • ঢাকা – DHK
  • যশোর – JES
  • বরিশাল – BAR
  • কুমিল্লা – COM
  • সিলেট – SYL
  • রাজশাহী – RAJ

২য় ধাপঃ এবার ফিরতি এসএমএস (SMS) – এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে। আপনি রাজি থাকলে এরপর ম্যাসেজ অপশনে আবার গিয়ে লিখবেন

RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস > আপনার সাথে থাকা যে কোন অপারেটর একটি মোবাইল নম্বর।

উদাহরণঃ

মনে করুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 14569 এবং আপনার মোবাইল নম্বর 0173

সেক্ষেত্রে যেভাবে লিখবেনঃ

RSC YES 14569 0173

ব্যাস! উপরের প্রক্রিয়া গুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করে থাকেন, তাহলে সফলভাবে আপনার ফলাফল পুণঃনিরীক্ষন না এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন :- এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা

এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরদিন থেকে পরবর্তী ৬ দিন। এই ৭ দিনের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে।

পুণঃনিরিক্ষনের ফলাফল যেভাবে জানবেন

উত্তরপত্র পুণঃনিরীক্ষনের ফলাফল সাধারণত বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হওয়ার এক মাসের মধ্যে প্রকাশিত হয়ে যায়।এছাড়া ফল প্রকাশিত হলে আবেদনের সময় দেয়া নম্বরে নিজ নিজ মোবাইলে জানিয়ে দেয়া হবে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.